মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন আরিফুল ইসলাম
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন আরিফুল ইসলাম। গত মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলের দিকে বিদায়ী ইউএনও এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বলে জানান তিনি।
৩৫ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ইউএনও আরিফুল ইসলাম এর বাড়ি বগুড়া জেলার আদমদিঘী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান এর উপরে অনার্স ও মাস্টার্স করেছেন। সে ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক বলে জানা যায়।
মির্জাপুর উপজেলার নবাগত দায়িত্বপ্রাপ্ত (ইউএনও) মো. আরিফুল ইসলাম দৈনিক ভোরের সংবাদকে বলেন, মির্জাপুরের সকল শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে পূর্ববর্তী ইউএনও মো. শেখ নুরুল আলম-এর পথ অনুসরণ করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ জনসেবামূলক সকল কাজ করে যাবেন তিনি।