ভারতে হাসপাতালের আইসিইউতে আগুনে ১৩ মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অন্তত ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার
ভোর রাতে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজ্যটির বিরারের বিজয়
বল্লভ হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
হাসপাতালে প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন।
তিনি
বলেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টার দিকে আগুন লাগে। এর জেরে ১৩ জনের
মৃত্যু হয়েছে। অন্য যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাদের অন্য
হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।
জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে। আগুন লাগার কারণে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক
ছড়ায়। ভোর সাড়ে ৫টার দিকে ওই হাসপাতালর আগুন নেভানো সম্ভব হয়।