সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল ২ যুবকের
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাঐল গ্রামের আব্দুল
কুদ্দুসের ছেলে শামীম হোসেন (৩৬) ও উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার
রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)। তারা ২
জনই মোবাইল ফোন মেরামতের মেকার।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো.আব্দুল্লাহেল বাকী বলেন, সলঙ্গা থেকে
মোটরসাইকেলে শাহজাদপুর শহরে মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ কেনার জন্য
যাচ্ছিলেন ২ যুবক।
শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত
ঘোষণা করেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ঘটনার পর
নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নছিমন জব্দ করে হাটিকুমরুল থানা হেফাজতে রাখা
হয়েছে।