আবোরো বিশ্বে করোনায় বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
বিশ্বে করোনায় বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
শিক্ষাতথ্য টিভি অনলাইন ডেস্কঃ
প্রকাশ: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১২:২১ অনলাইন সংস্করণ Count : 22
গোটা
বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৯৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ২৪৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারেরও বেশি মানুষ। আর একদিনে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। বুধবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী এ কথা জানা যায়।
শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি এক লাখ ৯২ হাজার ২২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৩৬৭ জনের।
আক্রান্তে
ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। লাতিন আমেরিকান এ দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন। আক্রান্তে
তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৭৯ জনের। |
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category