বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র্যালী আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে চেক বিতরণ
বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও চেক বিতরন করা হয়েছে।
(১নভেম্বর-২০২৪) শুক্রবার দুপুরে দিনাাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপঙ্কর বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ এপি”র ম্যানেজার রর্বাট কমল সরকার, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন,সফল আর্ন্তকর্মী মোঃ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারি মোঃ ফেরদৌস খাঁনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৩ জন যুবক-যুবতীদের মাঝে ১৫ লাখ ৩০ হাজার টাকার চেক রিতরণ, ক্রেস্ট প্রদান ও ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি দিপঙ্কর বর্মন।