মাগুরায়
মাসরুম পল্লীতে গুনগত মানসম্পন্ন ভেষজ ঔষধ উৎপাদন বিষয়ে জি,এম,পি ও ভষ্ম
বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল।
ইমান উদ্দীন ,
মাগুরা প্রতিনিধি
মাগুরায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গুণগত মানসম্পন্ন ভেষজ ঔষধ উৎপাদন বিষয়ে
প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ১৫ মার্চ সকাল ৯ টার সময়
মাগুরা ড্রিম মাশরুম সেন্টার কনফারেন্স হল বড়খড়িতে ঔষধ প্রশাসন অধিদপ্তর
জেলা কার্যালয় ঝিনাইদহ এর আয়োজনে এবং আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকারী
প্রতিষ্ঠানসমূহ ঝিনাইদহ এর সহযোগিতায় গুণগত মানসম্পন্ন ভেষজ ঔষধ উৎপাদন
বিষয়ে জি.এম.পি ও ভষ্ম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। জি.এম.পি ও
ভষ্ম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠান পরিচালনা করেন কো-অর্ডিনেটর
সহকারী পরিচালক ঔষধ প্রশাসন, ঝিনাইদহ মোঃ রেহান হাসান, প্রশিক্ষক ছিলেন
সাবেক ঔষধ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শ্রী গৌতম চন্দ্র সরকার,
সত্ত্বাধিকারী ড্রিম মাশরুম সেন্টার, মাগুরা মোঃ বাবুল আক্তার, ভষ্ম
বিশেষজ্ঞ কবিরাজ বিজয় সরকার। কর্মশালায় অংশ গ্রহণ করে ছিলেন সান সাইন
আয়ুর্বেদিক ল্যাবরেটরীজের প্রোপাইটর মোঃ মিজানুর রহমান, এফ এস
ফার্মাসিউটিক্যালসের মোঃ শরিফুল ইসলাম, মর্ডাণ ড্রাগ ল্যাবরেটরীজের পরিচালক
এ বি এম হাফিজুল ইসলাম, মেডিকো ল্যাবরেটরীজের ব্যস্থাপনা পরিচালক এ বি এম
জাহাঙ্গীর আলম, প্রজ্ঞা ল্যাবরেটরীজের প্রোপাইটর মোঃ আকরাম হোসেন, সেতু
ড্রাগ ল্যাবরেটরীজের এমডি আহম্মেদ আলী বিশ্বাস এবং হারবিওন ল্যাবরেটরীজের
এমডি ডাঃ আহম্মেদ বেনবেল্লাহ চৌধুরী সহ আয়ুর্বেদিক কোম্পানির কবিরাজ,
কেমিস্ট, মার্কেটিং অফিসাররা উপস্থিত ছিলেন। মাগুরা প্রফুল্ল সিংহ আয়ুর্বেদ
মেডিকেল কলেজের প্রভাষক কবিরাজ মোঃ মেহেদী আক্তার হোসেন খোকা, কবিরাজ মোঃ
ফারুক আহমেদ ও সাংবাদিক মোঃ ইমান উদ্দিন উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের
শুরুতে জি.এম.পি বিষয়ে প্রাথমিক ধারণা, মাশরুম চাষ ও বাজারজাতকরণ, ভষ্ম
উৎপাদন, ডকুমেন্টেশন এবং ঔষধের সাধারণ মান নিয়ন্ত্রণ বিষয়ে ব্যবহারিক
প্রশিক্ষণ এবং ডিএমসি ল্যাবরেটরীজ (ইউনানী) এর ফ্যাক্টরী ও ড্রিম মাশরুম
সেন্টারের খামার পরিদর্শন করা হয়।