অবশেষে জয় হলো প্রেমিকা পপির
অবশেষে জয় হলো প্রেমিকা পপির
অবশেষে জয় হলো প্রেমিকা পপির
নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৪দিন ধরে অবস্থানরত প্রেমিকা পপি’র বিয়ে হল তার প্রেমিক সাইফুলের সাথে। সোমবার বিকাল সোয়া ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল মদনহাট পাবনা পাড়া গ্রামে প্রেমিকের নিজ বাড়ীতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন এস আই মতিউর, পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৬ লক্ষ ১ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে পড়ান কাজী আব্দুর রাজ্জাক।
এই ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। প্রেমিক সাইফুল একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং পপি একই উপজেলার সোনারমোড় এলাকার মৃত আব্দুস সোবাহানের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার ৭ জানুয়ারী থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক সাইফুলের বাড়িতে অবস্থান নেন পপি। নলডাঙ্গা থানার এস আই মতিউর ও স্থানীয়রা জানান, র্দীর্ঘদিন ধরেই সাইফুল এবং পপি মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হবার পর গত বছরের আগষ্ট মাসে তারা গাজীপুরে অবস্থান নেয়। সেখানে তারা স্বামী স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন থাকার পরে সম্প্রতি সাইফুল বাড়ী চলে আসে। পরে পপি সাইফুলকে বিয়ের জন্য চাপ দিলে নানা টালবাহানা করতে থাকে সাইফুল। এদিকে উপান্তর না দেখে পপি বিয়ের দাবিতে সাইফুলের বাড়ীতে অনশন শুরু করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category