দেশে মাথাপিছু আয় নয়, বৈষম্য বেড়েছে: জিএম কাদের
জাতীয়
পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশে নাকি মাথাপিছু আয়
বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ লুটপাট করে টাকার পাহাড় জমিয়েছে।
তাদের টাকা দেশে রাখার জায়গা নেই, এখন বিদেশ পাচার করছে। তাই দেশের মানুষের
মঙ্গল হয়নি। করোনার আগে দেশে সাড়ে ৪ থেকে ৫ কোটি বেকার ছিলো, এখন বেকার বা
আধা বেকারের সংখ্যা কেউ জানেনা।
রবিবার ( ১০ জানুয়ারি) দুপুরে জাতীয়
পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি সাংগঠনিক সভার উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জিএম কাদের মনে করেন, জাতীয় পার্টি
আগামী দিনে একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। কারণ, বিএনপি নেত্রী
মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন, তিনি রাজনীতির বাইরে আছেন। আবার তাদের আরেক
শীর্ষ নেতা দেশের বাইরে, দলে তার গ্রহণযোগ্যতা নেই। বিএনপির রাজনৈতিক
নেতৃত্বে শুণ্যতা সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগের অন্তর্দন্ত প্রকাশ্যে
চলে এসেছে। ঢাকার সাবেক এক মেয়র বর্তমান মেয়রকে দুর্নীতিবাজ ও অযোগ্য ঘোষণা
করেছেন প্রকাশ্যে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ভাই যে বক্তব্য দিয়েছেন
তাতে দেশের মানুষ বুঝতে পেরেছে তাদের বর্তমান অবস্থা। এমন বাস্তবতায় দেশের
মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র
ক্ষমতায় দেখতে চান। ক্ষুধা, দারিদ্র, শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও
বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি।
এসময় তিনি, ভারতের পাশাপাশি বিকল্প উৎস
থেকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন আমদানী করারও অনুরোধ জানান। বলেন, ১৬ থেকে
১৮ কোটি মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বিকল্প উৎসের সাথে সরকারিভাবেই
যোগাযোগ থাকতে হবে। তিনি প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার
দাবিও জানান। এছাড়া ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহন ও বিতরণে এখনই কার্যকর উদ্যোগ
নিতে সরকারকে পরামর্শ দেন। কোটি কোটি মানুষকে টিকা দেয়ার জন্য প্রয়োজনীয়
লোকবলকে এখনই প্রশিক্ষণ দিতে হবে।
দেশের বেসরকারি হাসপাতালের পাশাপাশি
প্রতিটি সরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান
জিএম কাদের। এ কারণেই উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা
সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে। মানুষ যেন সবচেয়ে কাছের হাসপাতালে করোনার উন্নত
চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে।