হোয়াইট হাউস থেকে ট্রাম্প-মিত্রদের পদত্যাগ
অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি,
মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায়
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথিউস পদত্যাগ করেছেন।
ঘটনার পর পদত্যাগ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টিফানি গ্রিশামও।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইকোনমিক টাইমস এ খবর দিয়েছে।
কংগ্রেসে এমন তুলকালাম কাণ্ডে নিন্দার ঝড় ওঠেছে বিশ্বজুড়ে। এ ঘটনায়
ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। এর মধ্যে ট্রাম্প মিত্রদের এ পদত্যাগের
খবর আসল।
সারা ম্যাথিউস বলেন, ‘কংগ্রেসের হলগুলোতে আজ যা ঘটতে দেখেছি, তাতে আমি খুবই বিরক্ত।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব থেকে অতি সত্বর অব্যাহতি নিচ্ছি। আমাদের জাতির জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর জরুরি।’
বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন মেলানিয়ার চিফ অব স্টাফ গ্রিশাম। এক টুইটে বিবৃতিতে দিয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন গ্রিশাম। গত এপ্রিলে তার স্থলাভিষিক্ত হন কাইলি ম্যাকানি।
এবিসি নিউজ জানিয়েছে, কংগ্রেসে হামলার জেরে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিকিতাও।
নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের জন্য বুধবার আইন-প্রণেতারা অধিবেশনে বসেন।
সেসময় পরাজয় মেনে নিতে অনিচ্ছুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে।
কয়েক ঘণ্টা কংগ্রেস ভবন কার্যত দখল করে সেখানে ভাঙচুর চালায় তারা।
পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে তাদের। সহিংসতায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ওয়াশিংটনে ১৫ দিন পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।