মাগুরাতে
ডিএনসির হাতে হিরোইন ব্যবসায়ী রিগ্যান গ্রেফতার
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা সদর থানাধীন কলেজ পাড়ায় প্রফেসার এম আর খান (অধ্যক্ষ অবঃ) নিজ
দখলীয় বাড়ির নিচতলার ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যান এর শয়ন কক্ষের
পশ্চিম পাশের আলমারি হতে ৩০০গ্রাম হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রন ডিএনসি
উদ্ধার করেন। আটককৃত হেরোইনের মূল্য ৪০ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহিম বিজয়
জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের কলেজ পাড়া এলাকায় মাগুরা সরকারি
কলেজের একজন সাবেক অধ্যক্ষের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায় এবং ৩০০
গ্রাম হেরোইন জব্দ করি। হেরোইন ব্যবসায়ী মাহমুদুর রহমান রিগ্যান (৩৭), সে
সাহা পাড়া এলাকার মর্জি এলাহির ছেলে। হেরোইন ব্যবসায়ী মাহমুদুর রহমান
রিগ্যান কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সদর
থানায় হস্তান্তর করা হয়েছে।