মাগুরায় বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক সোহরাব হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত
ইমান উদ্দীন
মাগুরা
আজ (২২শে ডিসেম্বর) মাগুরা জেলা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সোহরাব হোসেনের নবম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার নিজ গ্রামের মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি শ্রীপুর থানা আওয়ামীলীগের হাল ধরেন।যার গতিশীল নেত্রিতে ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে শ্রীপুর-মোহাম্মদপুর আসনে
বর্তমান মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শেখর এর পিতা জননেতা মরহুম আছাদুজ্জান সাহেব সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের সন্তান মু.জুলহাস উদ্দিন ও মু.অধ্যাপক আলহাজ উদ্দিন আহমেদ এই প্রতিনিধিকে জানান, দুর্দিনের আওয়ামী নেতাদের মৃত্যু দিবস যথাযথ মর্যাদা দিয়ে পালন করা উচিত।