মহাম্মদপুর রাজাপুর পুলিশ ক্যাম্পে গাজাসহ এক জন আটক
মহাম্মদপুর রাজাপুর পুলিশ ক্যাম্পে গাজাসহ এক জন আটক
মাগুরা মহাম্মদপুর রাজাপুর পুলিশ ক্যাম্পে গাজাসহ এক জন আটক
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
আজ রবিবার দুপুর ২:৩০ মিনিটে মাগুরা নহাটা বিনোদপুর সড়কে মোঃজিবলু মোল্লা(২৮) পিং:- মৃত ময়েনউদ্দিন মোল্লা, সাং- ধলহরা,থানা+জেলা মাগুরা। রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ জামাল উদ্দীন ও অনার ফোর্সের অভিযানে ১.৬ কেজি গাজা ও রেজিষ্ট্রেশন বিহীন একটি ডিসকভারি ১২৫ মোটর সাইকেল জব্দ করেন।
এব্যাপারে রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দীন বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উক্ত স্থানে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করছে। এবং তাৎক্ষণিকভাবে আমি ও আমার ফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালে উক্ত ব্যক্তি কে গ্রেফতার করি। এবং মাদকের আসামিকে রাজাপুর পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।উক্ত জিবলু মোল্লার বিরুদ্ধে মহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category