কক্সবাজারের অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ
বগুড়া সদর প্রতিনিধি
ঃ-কক্সবাজারের উখিয়ায় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সৈয়দ আলম পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী এলাকার মৃত জলিল আহমদের পুত্র।সে ঘুমধুম ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার বলেও নিশ্চিত হওয়া গেছে। ছৈয়দ আলম গ্রাম পুলিশের দফাদার পরিচয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা-মাদক, চোরাই পণ্য পাচার যজ্ঞ চাল্যে যাচ্ছিল।ঘুমধুমের ক্ষমতাধর কয়েক ব্যক্তির ছত্রছাঁয়ায় থেকে দীর্ঘদিন নানা অপকর্ম করে বেড়ালেও ক্ষমতাধর ব্যক্তিদের ভয়ে কেউ মুখ খোলে প্রতিবাদ করতোনা। যেহেতো ক্ষমতাধর ওইসব ব্যক্তিরাই নিদিষ্ট অংকের সুবিধা নিতো ছৈয়দ আলমের নিকট থেকে।ফলে বীরদর্পে চালাতো তাঁর অপকর্ম।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category