২০টি বাস নোয়াখালীর ভাসানচরের দিকে রওনা দিয়েছে
অবশেষে
রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দলটিকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া কলেজের অস্থায়ী
ট্রানজিট ঘাট থেকে রোহিঙ্গাদের নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা
হয়েছে। সেখান থেকে আগামীকাল শুক্রবার নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের
ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এর
আগে বৃহস্পতিবার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএ) আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যদের নিরাপত্তায় স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া কলেজ ট্রানজিট ঘাটে এসে উপস্থিত
হলে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা
হয়।
২০টি বাস নোয়াখালীর ভাসানচরের দিকে রওনা দিয়েছে
এ
বিষয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোশারফ হোসেন বলেন, স্বেচ্ছায়
ভাসানচরে যেতে আগ্রহী আড়াই হাজার রোহিঙ্গা সদস্যের একটি দল নিয়ে প্রথম
২০টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে এবং সেখান থেকে শুক্রবার
নৌ-বাহিনীর তত্ত্বাবধানে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এদিকে,
রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তর অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ
সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও লন্ডনভিত্তিক
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত
পৃথক বিবৃতিতে তারা এ আহ্বান জানায়।