কুলিয়ারচরে
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইমান উদ্দীন
স্টোফ রিপোর্টার
সারাদেশে জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগী বাছাই পর্বের অংশ হিসেবে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত
হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী দীপ্ত টিভির উদ্যোগে জামিয়া আরাবিয়া
নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট পাচঁ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। এদের
মধ্যে ৩ জনকে ইয়েস কার্ড ও ২ জনকে ওয়েটিং কার্ড প্রদান করা হয়েছে।
প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দিপ্ত টিভিতে সকাল ১০.১০
মিনিটে প্রচার করা হবে বলে জানা যায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া নূরুল উলুম
কুলিয়ারচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া নূরুল উলুম
কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে ছিলেন, হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল রিয়াদ,
হাফেজ কারী এনামুল হক ও হাফেজ কারী তারেক জামিল।
ব্যবস্থাপনায় ছিলেন আমিনুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এতে প্রযোজক ও পরিচালক হিসেবে ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া ও আল মুসলিম।