তিস্তা
নদী নিয়ে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে তিস্তা তীরবর্তি কর্মহীন
মানুষের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধিঃ
বৃহৎ তিস্তা নদী মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি
পুরন,পূর্নবাসন এবং তিস্তা তীরবর্তি কর্মহীনদের জন্য প্রস্তাবিত অর্থনৈতিক
জোন ও শিল্প কলকারখানায় অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের দাবীতে তিস্তা
তীরর্বতি ২শত ৩০ কিলোমিটার জুড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন
করেছে হাজার হাজার ক্ষতিগ্রস্ত তিস্তা পাড়ের মানুষ। তিস্তা বাচাঁও, নদী
বাচাঁও সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে এবং সাইফোন ছাত্র সংঘ ভাবনচুর এর
সৌজন্যে ও ভাবনচুর,সাইফোন বাজার,ভাটিভরট, বাধেঁর পাড়ের এলাকাবাসীর সার্বিক
আয়োজনে অত্র নদী ব্যষ্ঠিত হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
উক্ত মানববন্ধনে উপস্হিত হয়ে একাত্ত্বতা প্রকাশ করেন জলঢাকা উপজেলা শাখার
জাতীয় পাটির সদস্য সচিব মমিনুল ইসলাম মন্জু,জাতীয় যুব সংহতির উপজেলার শাখার
সভাপতি আনোয়ার হোসেন,গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা
তোজাম্মেল হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,গোলমুন্ডা ৬নং
ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন,৬নং ওয়ার্ড আওয়ামীগ সভাপতি জহুরুল
ইসলাম,সাইফোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল
জলিল,বিশিষ্ট সমাজসেবক মমিনুর রহমান,রেজাউল হক,আফছার আলী,
সাফাতুল্লাহ
মামুদ,সাইফোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছলাম উদ্দিন,
সাইফোন ছাত্র সংঘের সকল সদস্য প্রমুখ। বক্তারা তিস্তা বাচাঁও, নদী বাচাঁও
প্রতিপাদ্যকে সামনে রেখে নদী ব্যষ্ঠিত কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির কথা তুলে
ধরে বলেন, প্রতি বছরে বন্যায় নদী আগ্রাসীরুপ নিয়ে নদীপাড়ের মানুষের সর্বস্ব
কেরে নেয়। তাদেরকে নিয়ে স্থায়ী কোন পদক্ষেপ গ্রহন করেনি কোন সরকার।
বর্তমান সরকার নদী ব্যষ্ঠিত জনগোষ্টির কথা বিবিচনা করে যে পদক্ষেপ গ্রহন
করেছে তার প্রশংসা করেন বক্তারা। তারা আরো বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনায়
মহাপরিকল্পনা গ্রহন করায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার প্রতি গভির শ্রোদ্ধাঞ্জলী ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনি মমতাময়ী ”
মা ” আপনি মানবতার ” মা ” দেশীয় অর্থায়নে দেশের বৃহৎ স্বার্থে আপনি পদ্মা
সেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন। আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ গর্বিত।
ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে রুপান্ত্রিত হয়েছে বাংলাদেশ। আপনার হাতেই নদী
খনন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সেই মহাপরিকল্পনার ব্যবস্থাপনায় বাস্তবিক
প্রস্তাবিত বাজেটে নদীমাতৃক জনগোষ্টির ভাগ্য উন্নয়ন হতে যাচ্ছে।
মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের তাগিত দিয়ে বলেন, আমার উপজেলার ৪টি
ইউনিয়নের হাজার হাজার মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। তাদের স্থায়ী
পুর্নবাসন, ক্ষতিগ্রস্তদের শিল্পকলকারখানা নির্মানের মাধ্যমে কর্মসংস্থান ও
তিস্তা তীরবর্তি মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ভুয়শী প্রশংসা করেন।
অর্থনৈতিক জোনে এ প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবিক ভুমিকা রাখলে নদীমাতৃক
জনসাধারনের হৃদয়ে আশার আলো জ্বলবে। আমরা মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রীর
নিকট জোর আহবান জানাবো যাতে প্রস্তাবিত এ মহাপরিকল্পনা প্রকল্প দ্রুত
বাস্তবায়িত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচী সঞ্চালনা করেন রাফিউল ইসলাম চঞ্চল
পাটোয়ারি।