মাগুরা সদর হসপিটাল গেট হতে সাকুরা ফার্মেসি এবং আমিরুল ফার্মেসি হতে এম্পুল ফেন্টানিল ইনজেকশন জব্দ
মাগুরা
সদর হসপিটাল গেট হতে সাকুরা ফার্মেসি এবং আমিরুল ফার্মেসি হতে এম্পুল
ফেন্টানিল ইনজেকশন জব্দ
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
২৭/১০/২০২০ তারিখে হাসপাতাল গেটে সাকুরা ফার্মেসী থেকে ১১ পিস এম্পুল
ফেন্টানিল ইঞ্জেকশন,আর আমিরুল ফার্মেসি থেকে ২৫ পিস এম্পুল উদ্ধার করে।
মাগুরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের টিম সহ অফিসার মোঃ আব্দুর রহিম
বিজয়। জানান এই দুই ফার্মেসি অবৈধভাবে এম্পুল ইঞ্জেকশন কেনাবেচা করে। তারা
অভিযান চালিয়ে দুজনকে আসামি করেন। সাকুরা ফার্মেসির মালিক মোঃ সাগর ৩৮এবং
আমিরুল ফার্মেসি মালিক মোঃ আমিরুল ৩০এই দুই জন কে আসামি হিসাবে গ্রেফতার
করে নিয়মিত মামলা দায়ের করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category