আজ
(২৮ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ১৯৪৭
সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগের
সভানেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সব শ্রেণী-পেশার মানুষ। বাদ
যাননি জাতীয় দলের পেসার রুবেল হোসেনও।
এমন একজন রাষ্ট্রনায়ক পেয়ে গর্বিত রুবেল। প্রশংসা করছেন তার কার্যকর পদক্ষেপেরও। নিজের ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর সাথে তোলা দুটি ছবি পোস্ট করেন এই ক্রিকেটার। যেখানে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে রুবেল লেখেন, ‘শুভ জন্মদিন, মাদার অব হিউম্যানিটি। এই দেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্ময়কর নিপুণ দক্ষতায় আপনার নেতৃত্বে বাংলাদেশ সকল ষড়যন্ত্রের মধ্যেও এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। আপনার মতো রাষ্ট্রনায়ক পেয়ে আমরা গর্বিত। আপনার দীর্ঘায়ু কামনা করছি।’