শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি পেতে পারে: মন্ত্রণালয়
sttv
FacebookShare to TwitterTwitterShare to LinkedInLinkedInShare to WhatsAppWhatsAppShare to Copy LinkCopy LinkShare to EmailEmailShare to Print
সংগ্রাম অনলাইন : দেশব্যাপী
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ছুটি আরও
বৃদ্ধি পেতে পারে। তবে, ছুটি কত দিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট
সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর,
ইউএনবি’র।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
আকরাম-আল হোসেন বলেন, ছুটি বৃদ্ধির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
‘এ বিষয়ে কারিগরি কমিটির পরামর্শ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে,’ বলেন তিনি।
দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার গত মার্চের শেষ দিকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে।
বর্তমানে অফিস-আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হয়ে গেলেও
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেয়া হয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে।