এমপির ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
মাগুরার এমপির ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
আলী আশরাফ, খুলনা ব্যুরো প্রধান
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণার অপচেষ্টার অভিযোগে রুবেল ওরফে শাওন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাগুরা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আশরাফুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমৃত সেন সহ সঙ্গীয় ফোর্স তাকে ফরিদপুর সদর থানাধীন রেলস্টেশন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ডিজিটাল ডিভাইস, মোবাইল এবং প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন বিভিন্ন মন্ত্রী এমপির সাথে এডিট করা বাধায় কৃত ছবি জব্দ করে। গ্রেফতারকৃত রুবেল মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ লাভের চেষ্টা করছিল। এ কাজে সে একটি ফেসবুক আইডি ব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে ৪ আগস্ট মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করেন সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত সহকারী মোঃ সুমন শেখ। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরো জানায় আসামীর নামে আগে থেকেই একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মাগুরা
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল
সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার
মাধ্যমে অর্থ লাভের চেষ্টা করছিল। এ কাজে সে একটি ফেসবুক আইডি ব্যবহার
করছিল। বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে ৪ আগস্ট মাগুরা
সদর থানায় সাধারণ ডায়েরী করেন সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত সহকারী মোঃ
সুমন শেখ। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেফতার করে
পুলিশ। পুলিশ আরো জানায় আসামীর নামে আগে থেকেই একাধিক মামলা রয়েছে এবং এই
ঘটনার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category