মাগুরা প্রতিনিধি
এসময় ৯টি ডেস্কটপ, ৯টি সি পি ইউ, ১০টি মোবাইল, ৭টি হার্ডডিস্ক ও ১টি মডেম জব্দ করা হয়।
শ্রীপুর থানা পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরা শ্রীপুরের চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে মানুষের মোবাইল নাম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদের শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদের নেতৃত্বে এস আই জাহাঙ্গীর এবং এস এই রাসেল এর সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশের চৌকস একটি টিম শনিবার গভীর রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এই গ্রূপের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি জেলা থেকে আগত ২সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার চর চৌগাছি গ্রামের মোঃ চাঁদ শেখের ছেলে মোঃ মোহিদুল ইসলাম(২০) মোঃআকিদুল শেখের ছেলে মোঃ সবুজ শেখ(১৬) আঃ আজিজ শেখের ছেলে মোঃ মিজানুর রহমান, চাঁদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৫) মোঃফজলে বিশ্বাসের ছেলে মোঃ রানা বিশ্বাস(১৮) আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস(১৬) মোঃ আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ(২২) সদর উপজেলার কালিনগর গ্রামের বকুল মোল্লার ছেলে মোঃ শান্ত মোল্লা(১৬) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিল সুন্দরপুর গ্রামের আঃরব মোল্লার ছেলে মোঃ সজিব(১৮) একই জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের মোঃ মকছেদ আলী মন্ডলের ছেলে মোঃ আলমগীর(১৮)।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ(বিপিএম) জানান, অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিং এর মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।