৭ আইনজীবী এনেও মুক্তি মিললো না প্রদীপ
নিজস্ব প্রতিনিধি
৭ আইনজীবী এনেও মুক্তি মিললো না প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের।
চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও মুক্তি মিললো না অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালের।
শুক্রবার (২৮ আগস্ট) প্রত্যেক আসামির তৃতীয় দফায় চারদিন করে রিমান্ড চেয়ে র্যাবের আবেদনের ওপর দুপক্ষের শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে বেলা আড়াইটার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে করা হয় স্বাস্থ্য পরীক্ষা।
এর আগে আরো দুই দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে র্যাব। আদালতের আদেশের পর আসামি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলে গণমাধ্যমকে জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category