বন্য হাতির আক্রমণে একজন নিহত
নিজস্ব প্রতিনিধি গিয়াস উদ্দিন
স্থানীয় ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে রুপন তনচংগ্যা বাজার করে বাড়ি ফেরার পথে বন্য হাতি আক্রমণের শিকার হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে চট্রগ্রাম নেবার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিস ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রুপন তনচংগ্যা বন্য হাতির আক্রমণে আহত হলে চন্দ্রঘোনা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে মারা যান।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার (২৮ আগস্ট) রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category