ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। কমিশনের জনসংযোগ কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের টেকনাফে সাদ্দাম হোসেন নামে এক যুবক কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় ওসি প্রদীপসহ ২৮ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের হয়।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) এর বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে নিহতের মা গুল চেহারা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী মো. আব্দুল বারী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category