মাগুরায় বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যু; হাসপাতালে এন্টিভাটিক নাম নাই
মাগুরায় বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যু; হাসপাতালে এন্টিভাটিক নাম নাই
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিষধর সাপের কামড়ে সবুজ মোল্যা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ মোল্যা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামের তরকারি ব্যবসায়ী আকবার মোল্যার বড় ছেলে। সে কাঠমিস্ত্রীর কাজ করতো।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সবুজ মোল্যার শোবার ঘরে বিছানায় বিষধর সাপের কামড়ের শিকার হয়, এসময় সাপের কামড়ে সবুজের চিৎকারে তার স্ত্রীসহ পরিবারের লোকেরা শরীরের কানের কাছে কামড়ানোর ক্ষত দেখতে পায়। পরে ওই রাতেই মাগুরা সদর হাসপাতালে আনা হয়, কিন্তু হাসপাতালে এন্টিভেনাম ইনজেকশন না থাকায় পরে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য সবুজকে নিয়ে যায় তার পরিবার। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বর্ষার এই মৌসুমে প্রায়ই সাপের কামড়ের শিকার হচ্ছে গ্রামের মানুষ, ৪ লাখ মানুষের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রাণ রক্ষাকারী এন্টিভেনাম ইনজেকশন না থাকা দুর্ভাগ্যজনক বলে মাগুরাবাসী মনে করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category