টাঙ্গাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় ফরহাদ একাডেমি সিলগালা
টাঙ্গাইল জেলা সংবাদদাতা |
সরকারি নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইল
শহরের কলেজ গেইট কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ফরহাদ ক্যাডেট একাডেমি
সিলগালা ও কোচিং চেয়ারম্যানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার
দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল ও সালারদ্দিন আইয়ুবী এ মোবাইল
কোর্ট পরিচালনা করেন। এসময় কোচিং এর চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার
টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা করা হয়।
এক্সিকিউটিভ
ম্যাজিষ্ট্রেট তাপস পাল জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার
পরিচালনা করায় ১৮৬০ সালের দন্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট
একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং
সেন্টারটি সিলগালা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।