মো. আবদুল হামিদ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিআর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
8
ঢাকা, ২৫ আগস্ট, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সিআর দত্ত, বীর উত্তম নামে
অধিক পরিচিত।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধার
সঙ্গে স্মরণ করে বলেন, ‘জাতি সিআর দত্ত বীর উত্তমকে চিরকাল স্মরণ রাখবে।’
প্রবীণ এই মুক্তিযোদ্ধা ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি
হাসপাতালে আজ (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রপ্রধান প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category