সরকারি হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
সমকাল প্রতিবেদক
ফাইল ছবি
শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে সচিবালয়ে ওয়ালটনের সহযোগিতায় তাইওয়ানের দেওয়া স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকের একথা জানান তিনি।
মন্ত্রী
বলেন, শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার
পরীক্ষা শুরু হবে। তবে র্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হবে না।
সরকারি হাসপতালে যেখানে ল্যাব আছে; সেখানে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট
করা হবে।
তিনি বলেন, করোনার জন্য নির্ধারিত কিছু হাসপাতালকে নন কোভিড হাসপাতাল ঘোষণা করা হবে। এগুলোতে এখন অনেক আসন ফাঁকা থাকছে।
ভ্যাকসিনের
বিষয়ে মন্ত্রী বলেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ভ্যাকসিন আবিষ্কার
করছে। এসব দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।
যাদের ভ্যাকসিন আগে আসবে, সাশ্রয়ী ও সহজে পাওয়া যাবে, তাদের কাছ থেকে
ভ্যাকসিন নেওয়া হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বণিজ্য, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য
মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।