বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাত লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে
বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৮৪ হাজার ছাড়াল
: বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাত লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত
দুই কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের
তথ্যানুযায়ী , বুধবার দুপুর ১২টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ০৯ হাজার ৭৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৭ লাখ ৮৪ হাজার ৩৮০ জন। আর করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৪৪৯ জন। বিশ্বে
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৫ হাজার ৭৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। বাংলাদেশে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৭৪০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২০০ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জনে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
|
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category