এরশাদ ও প্রদীপ এর হত্যা কান্ডের একটি চিত্র
#এরশাদ_শিকদার ১৯৮২ সালে জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ, ৮৮’তে কমিশনার নির্বাচিত হন,৯১ সালে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিতে যোগ দেন,৯৬ তে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আওয়ামীলীগে যোগ দিয়ে কমিশনার নির্বাচিত হন । ৯৯ তে গ্রেফতার হয়ে আওয়ামীলীগ আমলেই ফাসির রায় হয় এবং ২০০৪ এ ফাসি কার্যকর হয়।#মোট_হত্যাকান্ড_৬০_টি #সময়কাল_প্রায়_২০_বছর। তার মূল সহযোগী ও রাজসাক্ষী নূরে আলম ২৫ টি হত্যাকান্ডের বর্ণনা দেয়। অবৈধ অর্জিত সম্পদঃ খুলনার সোনাডাঙ্গায় স্বর্ণকমল বাড়ি ও প্রায় ৭০ কোটি টাকা।
#ওসি_প্রদীপ ছাত্রজীবনে ছাত্রদল-বিএনপি ক্ষমতায় আসলে চাকরীতে যোগদান ও শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয় পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে রাতারাতি খোলস পাল্টে আওয়ামীপন্থী সেজে বিপিএম ও পিপিএম পুরষ্কার হাতিয়ে নেয়, #মোট_হত্যাকান্ড_১৪৪_টি (ক্রসফায়ার)#সময়কাল_২২_মাস, অবৈধ অর্জনঃ মোহনা টিভির তথ্য মোতাবেক- গত তিন বছরে সব মিলিয়ে ২ হাজার কোটি ৮৬ লক্ষ ৭৩ কোটি টাকা।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category