আলমডাঙ্গা রেললাইনের পাশ থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা ) প্রতিনিধ : আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদুরে আপ লাইনের পাশ থেকে শিলা খাতুন নামের একগৃহ বধুর লাশ জি আর পি থানা পুলিশ উদ্ধার করেছে। স্বামী রাসেল পালিয়েছে।জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রকিবুল ইসলামের ছেলের সাথে একই উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলাম এর মেয়ের শিলা খাতুন(২৪) কে র সাথে পাঁচ বছর আগে বিবাহ হয়। বিবাহর কয়েক বছরের মাথায় একটি সন্তান জন্ম দেয় ।গরিবের সংসার হওয়াই পরিবারে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকে। গত রবিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। অভিমান করে স্ত্রী শিলা রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সুযোগে ঘাতক স্বামী রাসেল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে ভোর বেলা লাশ মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদুরে আপ লাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এবং খুনি রাসেল অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে শশুর কে বলে আপনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ফোন কেটে দেয়। পরে শশুর ফোনে শত চেষ্টা করে না পেয়ে সকালে জামাতার বাড়ি এসে মেয়ে কে না পেয়ে চিন্তায় পড়ে যায়। অপর দিকে মুন্সিগঞ্জরেলওয়ে স্টেশনের আদুরে স্থানীয় লোকজন আপ লাইন পাশ দিয়ে হেঁটে মাঠের কাজ করতে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে। এবং ওই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ফুফু এসে শিলার লাশ শনাক্ত করে।দ্রত আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং তার বার্তার মাধ্যমে পোড়াদাহ জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে খুনি রাসেল পালিয়েছে।এ ব্যাপারে পোড়াদহ জি আর পি থানায় মামলা হয়েছে।