সিলেট র্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে
জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন অস্ত্র ও গুলি সহ গ্রেফতার
বুলবুল আহমেদ:- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৮ অক্টোবর) শুক্রবার ২০২৪ ইংরেজী তারিখ আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটের সময় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবিহনীর একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের উপর গুলি চালানো ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবলীগ সহ-সহপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার পুত্র গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন মিয়া (শুটার) সুমন (৪৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল (বিদেশী মডিফাইড ২৬ মিঃ মিঃ সিগন্যাল) ৩ রাউন্ড তাঁজা গুলি ও ১টি খালি খোসা পাওয়া যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে ১৮৭৮ এর ১৯-অ/১৯-ঋ ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।