কাহারোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
বিকাশ ঘোষ , দিনজপুর প্রতিনিধি // বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪) বিকেলে কাহারোর আলিয়া মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা জামায়াতের
আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
সমাবেশে দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর জেলা জামাযাতের কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ছাত্র নেতা মোঃ জাকিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, যুব সমাজই একটি দেশের মুল চাবিকাঠি। যুবকদেরকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। ইসলামের ইতিহাস থেকে হিলফুল ফুজুল সংঘের কথা স্বরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান যুব সমাজকে তৈরি হতে বলেন। তিনি বলেন, গত ৫ আগষ্ট যুবকরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বলে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে সক্ষম হয়েছি।
প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াকের কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা খোদা বকস। এ সময় তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় যুবকদের দায়িত্ব সবচেয়ে বেশি।
যেহেতু গত ১৫ বছর এই যুবকদের উপর অনেক নির্যাতন হয়েছে সেহেতু আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের ভুমিকা মূখ্য। যুককদের নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে পরকালের জবাবদিহিতার আলোকে নিজেদের তৈরি করে আগামীর বাংলাদেশ গঠনের আহবান জানান তিনি। সমাবেশ সঞ্চালনা করেন কাহারোল যুববিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম বুলবুল।