অপরাধের সম্রাজ্য গড়ে তুলা জাহিদ মালেক স্বপন
মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
সংসদ হিসাবে মানিকগঞ্জ জেলায় মোট তিন টি আসন আছে, তার মধ্যে মানিকগঞ্জ সদর আসন থেকে জাহিদ মালেক স্বপন সাহেব আওয়ামীলীগের হয়ে নির্বাচন করেন, এবং পাশ করে সংসদে জান, ও এক বার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন,
মানিকগঞ্জ জেলা একক ভাবে দায়িত্ব পাওয়ার কারণে মানিকগঞ্জ জেলায় অপরাধের সম্রাজ্য গড়েন, বিশেষ করে সদর উপজেলা কে তার রাজ শাসন প্রতিষ্ঠা করে,
ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের লোক জন তার নিজের করে নেয়,
তাদের দিয়ে ভূমি দখল, মাটি বানিজ্য, ট্রেন্ডার, ভোট চুরি, মাদক দ্রব্য, মিথ্যা মামলা, টাকা আত্মসাধ,এছাড়া ও বিভিন্ন অপরাধ মূলক কাজ করেছে,
ইসরাফিল হোসেন সদর উপজেল আওয়ামী লীগের সভাপতি, শামীম হোসেন জাগীর ইউনিয়নে সভাপতি, জাহিদ হাসান পৌর আওয়ামী লীগের সভাপতি, জলিল আলী মূল আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বাবুল সরকার শ্রমিক লীগের সভাপতি, সুমন ছাত্র লীগের সভাপতি
আশরাফ সরকার গড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান, জাকির হোসেন জাগীর ইউনিয়ন চেয়ারম্যান, সহ আরো অনেকে
তার সরকারের টাকা সহ সাধারণ কৃষকদের টাকা ও পরের উপর জুলুম করে এক অপরাধের শিকল তৈরি করে,
পুলিশ শুধু নামে ছিলো কাজে নয়,
বর্তমানে সবাই প্রায় ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার মালিক