সাটুরিয়া উপজেলায়
মাদক ব্যবসায়ই আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় অভিযান চালিয়ে এক হাজার একশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মোতালেব (৪৫)। তিনি জান্না খালাসীপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
গত সোমবার (২৪ জুন ২০২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ী মোতালেব এর বাড়িতে তল্লাশি চালিয়ে উক্ত সংখ্যক ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ জনাব মোঃ রাসেল হোসেন গণমাধ্যমকে বলেন, বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মোতালেবের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্য মোতাবেক জানা যায়, একই সময়ে আরেক মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০ টাকা অর্থদণ্ড এবং ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়।