মধুপুরের শালবনে দেশবরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
মোহাম্মদ ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলার শালবন বেষ্টিত চুনিয়া কটেজ প্রাঙ্গণে গতকাল ২৪জুন রোজ মঙ্গলবার দেশবরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয় । মুগ্ধ অরণ্যে মুক্ত কবিতাপাঠ ও সংগীতানুষ্ঠান’ ‘সময়ের সাহিত্যকণ্ঠ’- পত্রিকার আয়োজনে চুনিয়া কটেজ, মধুপুরে ‘মুগ্ধ অরণ্যে মুক্ত কবিতাপাঠ ও সংগীতানুষ্ঠান’। কবি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি দিলারা হাফিজ, চর্যাগবেষক প্রফেসর আলীম মাহমুদ, ছড়াকার শফিক ইমতিয়াজ, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, ড. নীরু শামসুন্নাহার,
কবি রফিক আজাদের ভাগ্নে মো. সাইফুল হক সিদ্দিকী, স্বকাল পরিষদের সভাপতি নূরুল ইসলাম বাদল ও মুধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবি নিগার। এছাড়াও ছড়াকার শাজু রহমান, কবি মুসলিমা খাতুন, কবি তরুণ ইউসুফ, কবি শাহ আব্দুর রশীদ, মো. খায়রুজ্জামান ভূঁইয়া, আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, কবি মুসাফির , কবি ফিরোজ আহমেদ বাবুল, কবি ও সঙ্গীত শিল্পী বিদ্যুৎ তালুকদার, ধনবাড়ীর কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে প্রায় পঞ্চাশের অধিক কবি-লেখক- সংগঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি,গান এবং আলোচনার মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতির এক জমজমাট আসর ছায়াশীতল শালবন বেষ্টিত চুনিয়া কটেজ প্রাঙ্গণকে সুনসান নীরবতা থেকে জাগিয়ে তুলে । মধুপুরের দোখলায় চুনিয়া কটেজে কবি সাহিত্যিকদের এই সাহিত্য এবং সংস্কৃতি আড্ডার আয়োজন করা হয় টাঙ্গাইলের সাহিত্য ভিত্তিক মাসিক পত্রিকা সময়ের কন্ঠস্বর এর পক্ষ থেকে । সম্পাদক আজাদ কামাল এর আমন্ত্রণে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন । দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ এবং বক্তব্য রাখেন প্রখ্যাত কবি,টিভি ব্যক্তিত্ব অধ্যপিকা দিলারা হাফিজ, বিশিষ্ঠ কবি, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, বিশিষ্ট গবেষক ডঃ নীরু শামছুন্নাহার, অধ্যক্ষ বাণীতোষ চক্রবর্তী , প্রখ্যাত কবি অধ্যক্ষ আলিম মাহমুদ , কবি মোসলিমা খাতুন, কবি বিশ্বজিৎ কুমার এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান। অসংখ্য কবি সাহিত্যিকগনের পদচারণা এবং কবিতা ও গানে গানে মুখর হয়ে উঠেছিলো চুনিয়ার আঙ্গিনা দিনটি উপভোগ্য স্মরণীয় দিনের মধ্যে অন্যতম একটি ।