শেষ
মুহূর্তে জমে উঠেছে মির্জাপুরের দেওহাটা কোরবানির পশুর হাট
মোঃ আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটায় শেষ মুহূর্তে জমে
উঠেছে কোরবানির পশুর হাট। একদিন পরেই পবিত্র ঈদুল আজহা।
আজ শনিবার (১৫ জুন)
সকালে দেওহাটা গরুর হাট ঘুরে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল ও ভেড়া উঠছে
হাটে। হাটের ক্রেতা-বিক্রেতারাও খুশি। তাঁরা জানান, সুন্দর পরিবেশে নিরাপদে
গরু কেনাবেচা হচ্ছে।
হাটে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে, দামও রয়েছে নাগালের
মধ্যে। তবে বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা একটু বেশি রয়েছে। তবে বড় গরু
নিয়ে বিপাকে পড়েছে বিক্রেতারা। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে হাটে
প্রচুর পরিমাণ গরু উঠলেও সে পরিমাণে ক্রেতা নেই। প্রতিদিন হাজার হাজার
মানুষ হাটে এলেও দর-দাম করেই তাদের পছন্দের গরু কিংবা ছাগলটি ক্রয় করে বাড়ি
নিয়ে যাচ্ছেন। সেই সাথে বাজারে বড় গরুরও কমতি নেই। কিন্তু ছোট ও মাঝারী
জাতের গরুর চাহিদা বেশি।
এদিকে ক্রেতারা বলছে গত বছরের তুলনায় এ বছর গরুর দাম নাগালের মধ্যে থাকায়,
পছন্দ মত গরু কিনতে পারছে তারা।
এ বিষয়ে হাট কতৃপক্ষ বলেন, হাটে নিরাপত্তা জোরদার ও হাটের পরিবেশ ঠিক রাখতে
সব ধরনের ব্যবস্তা গ্রহণ করা হয়েছে।