মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে এবার বর্ষা মৌসুম আসার আগেই শুরু হয়েছে পদ্মা নদীর ভাঙ্গন। এতে আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী বসবাসকারীরা। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতভিটা, সড়ক,
আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা। তাই দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সর্বনাশা পদ্মা গ্রাস করে নেবে তীরবর্তী এলাকার মানুষের শেষ সম্বলটুকু!
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে পাটুরিয়া ঘাটের পূর্ব দিক থেকে বড়রিয়া, নয়াকান্দি, মান্দ্রাখোলা ও মালুচি এলাকায় ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বহু আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত বছর এসব জায়গার কিছু অংশে জিও ব্যাগ ফেলা হলেও এবার তা ফেলা হয়নি। পুরোপুরি বর্ষা মৌসুম আসার আগেই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বসতভিটা, জমিজমা বাড়িঘরসহ নদীগর্ভে চলে যাবে। এসব এলাকার মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে কখন যেন সর্বগ্রাসী পদ্মা তাদের বাপদাদার স্মৃতি বিজড়িত ভিটেমাটিটুকু কেড়ে নেয়। পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবে সেই ভয়ে বিনিদ্র রজনী পাড় করছেন তারা।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেলাল হোসেন জানিয়েছেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন পূর্বক ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।