জামাল সিকদার এর দোকানে আগুন দিয়েছে দুর্বিত্তরা।
সেনের
চর ৪ নং ওয়ার্ড এর গুল্লার বাজারে স্থানীয় মানিক ঢালী ও জামাল সিকদার এর
দোকানে আগুন দিয়েছে দুর্বিত্তরা।
নিজস্ব প্রতিবেদক
সৈকত ঢালী
দৈনিক ভোরের সংবাদ
গতরাত আনুমানিক ১.৩০ মিনিটে দুর্বত্তরা আগুন দিয়েছে।
স্থানীয় মুরব্বি লুতফর সিকদার এর সাথে আলাপ কালে তিনি বলেন তারা সেনেরচর
ইউনিয়ন এর চেয়ারম্যান জালাল জমদ্দার কে অবগত করবেন এবং এ বিষয়ের সুষ্ঠ
তদন্ত করে দুর্বিত্ত কে বিচারের আওতায় আনবেন।তাৎক্ষণিক সেনেরচর ইউনিয়ন এর
চেয়ারম্যান জালাল জমাদ্দার সাথে ফোন কলে কথা হলে তিনি বলেল এই
অগ্নিকাণ্ডের ঘটনা যারা ঘটিয়েছেন তা তারা নিশ্চিত করবেন এবং বাজার কমিটি
করে নৈশ প্রহরী নিয়োগ এর ব্যাবস্থা করবেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category