উড়াল দিয়েও আবার কেন ঢাকায় নামল ফিটস এয়ারের ফ্লাইট
শারজাহগামী
ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে আবারও ঢাকায় এসে অবতরণ করে
নিজস্ব প্রতিবেদক
উড়াল দিয়েও আবার কেন ঢাকায় নামল ফিটস এয়ারের ফ্লাইট? ঢাকা থেকে উড়াল দিয়ে
শারজাহগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে আবারও শাহজালাল
বিমানবন্দরে এসে অবতরণ করেছে।
শারজাহগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে আবারও ঢাকায় এসে
অবতরণ করে।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ফিটস এয়ারের বিমানটি শাহজালালে অবতরণ করে বলে
নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, ফ্লাইট নম্বর- ৯৫১৫ এয়ারবাসের এ-৩২০ মডেলের বিমানটি বিকেল ৪টা
৪০ মিনিটে শারজাহর উদ্দেশে ছেড়ে যায়। পরে কলকাতার আকাশ থেকে আবারও
শাহজালালে অবতরণ করে ৭টা ২৭ মিনিটে।
কামরুল ইসলাম বলেন, ইঞ্জিনে প্রেসার কম পাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বিমানটি
ফিরে আসে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category