জনগনের কাছে হেরেগেলো ক্ষমতার চক্র,শেষে ফলাফল প্রকাশ
জনগনের কাছে হেরেগেলো ক্ষমতার চক্র,শেষে ফলাফল প্রকাশ সদর ও সাটুরিয়া উপজেলার
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে নির্বাচন হয় সদর সাটুরিয়া উপজেলার।
সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ মানুষ শান্তি পূর্ণ ভাবে ভোট দিয়ে উপজেলা চেরম্যান নিধারণ কবে।
বিকালে ভোট গনণার কাজ শুরু হলে কয়েকটি কেন্দ্রের ভোট গননা বন্ধ করে দেয় ক্ষমতা থাকা একটি চক্র। কিন্তু সধারন মানুষ তা মানে না পরে ঢাকা আরিচা রাস্তা অবরোধ করে বিজয়ের হাসি দেখে ও ফলাফল প্রকাশ করতে বাদ্য করে,
মানিকগঞ্জ সদর উপজেলা চেরম্যান
জনাব, সুদেব সাহা মোটরসাইকেল মার্কা মোট ভোট( ৩৪০০০),
সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান জনাব মো শাজাহান আলী( সাজু) (২২৮৩২)সতন্ত ভাবে বিজয় হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category