গরু চুরি সময় পিকাপ সহ ছয় গরু চোর আট
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের, ঘিওরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপসহ ছয় গরু চোরকে আটক করেছে পুলিশ।
ঘিওর উপজেলা পয়লা ইউনিয়নের ছোট পয়লা গ্রাম থেকে গভীর রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- রাজিব হোসেন (২৫), মোঃ সাজিদ (২০), মোঃ বাবু (২৮), মোঃ সাগর হোসেন (২৩), মোঃ সাইফুল (২০) এবং সেলিম (২০)।
সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরচক্র তেরশ্রী এলাকার টিটু প্রধানের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে। তাদের চিৎকারের শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এসে গরু চোরদের ঘেরাও করে রাখে। পরে ঘিওর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে গরুচোরদের আটকসহ চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও চুরি যাওয়া গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ জনাব সুকুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আটক করে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে গেছে। মাঝে মধ্যেই কোন না কোন স্থানে গরু চুরির সংবাদ পাওয়া যায়। গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গরুর মালিকরা উদ্বিগ্ন।
তবে সচেতন মহল মনে করেন যে, চুরি ঠেকাতে গ্রামে ও পাড়া মহল্লায় পালাক্রমে পাহারা বসানো দরকার। তবে এ ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততাসহ দিক নির্দেশনা প্রয়োজন।