মানিকগঞ্জ
শিবালয় উপজেলা বিজয়ী হলেন যারা
মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয় উৎসব
মুখোর পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল
আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে।
এ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী তিন জন
বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি
আলহাজ্ব আব্দুর রহিম খান। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন-৩২
হাজার ৫শত ৮৬ ভোট ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি
রেজাউর রহমান খান জানু (আনারস প্রতীক)। তিনা পেয়েছেন ১৮ হাজার ১৭ শত ৭৫ ।
ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে আলী আহসান মিঠু (উড়োজাহাজ প্রতীক) ।
তিনি পেয়েছেন, ৩৫ হাজার ৫ শত ৮৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিরাজ
হোসেন লালন (টিউবওয়েল প্রতীক) ভোট পেয়েছেন ২০ হাজার ৬শত ৬০ ভোট । মহিলা
ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন রুনা আক্তার । তার মার্কা ছিলো ফুটবল
। তিনি পেয়েছেন ২১ হাজার ৮ শত ১৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইশা
তামান্না । তিনি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন,১৯ হাজার ১ শত ২০ ভোট ।
জানাযায়, শিবালয় উপজেলার ৭ টি ইউনিয়ন ৬৩ টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট
গ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন ও গনণা শেষে
বিভিন্ন কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদের হলরুমে জমা দেয়া হয় । পরে সমস্ত
কেন্দ্রের ফলাফল গননা করে রাত ৯ টায় উপজেলা সহকারি রির্টানিং অফিসার
মো.শরিফুল ইসলাম ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে পুলিশ,বিজিবি,র্যাব,আনসার গ্রাম পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা
বাহিনী মোতায়েন ছিলো।