মাগুরায়
রেললাইন ঝিনাইদহ ও কালীগঞ্জের সাথে সংযুক্ত হবে রেলমন্ত্রী মোঃ জিল্লুল
হাকিম
মো:রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধিঃ- মধুখালী হতে কামারখালী হয়ে
মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন
করেছেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ,এমপি । শনিবার দুপুরে মাগুরার
ঠাকুরবাড়ি এলাকায় প্রস্তাবিত রেল স্টেশন পরিদর্শন করেন তিনি।
এ সময়
দীর্ঘ তিন বছরে মাগুরা অংশের নির্মাণ কাজ শুরু না হওয়ায় সাংবাদিকদের
বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু
মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ
দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য ফরিদপুরের মধুখালী থেকে
মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ উদ্ভোধন করা হয় ২০২১ সালে।
প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক হাজার দুইশত দুই কোটি টাকা ।যৌথভাবে
নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,
বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও মীর আক্তার হোসেন
লিমিটেড।এরই মধ্যে ফরিদপুর অংশের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও মাগুরা
অংশে এখনো পর্যন্ত মূল লাইনের কোন কাজই শুরু হয়নি।