নদী গুলোতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন কিছুতে বন্ধ হচ্ছে
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের,সদর, শিবালয়,উপজেলার নদী গুলোতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন কিছুতে বন্ধ হচ্ছে না, একটি প্রভাবশালী চক্র এই কাজ করছে। এ বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায়, সংবাদ প্রকাশিত হলেও, গত ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন অবৈধ, ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ট্রাক জব্দ এবং কয়েক হাজার মিটার পাইপ বিনষ্ট করেন।
জানা যায় অভিযান পরিচালনার, কয়েক ঘণ্টা পর থেকেই পুনরায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, শুরু করে। এখনো তারা দিনরাত অবৈধ, কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৫টি গ্রামের বিভিন্ন স্থানে ২০টি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এ চক্রটি। এতে হুমকির মুখে পড়ছে বেড়িবাঁধসহ পার্শ্ববর্তী মানুষের বসত বাড়ি। স্থানীয়রা জানান, আমরা ভেবেছিলাম, অভিযানের পর ড্রেজার বন্ধ হয়ে যাবে। কিন্তু অভিযানের পর ড্রেজার মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বেড়িবাঁধসহ মানুষের বসতভিটা রক্ষার স্বার্থে আরো জোরালো পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ড্রোজার বিষয় টি, নিয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা বলে, জানতে পারলাম প্রভাবশালী লোকজন তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই সব করে,আবার কেউ গণমাধ্যম ছাড়া অভিযোগ করেনা,তাই বন্ধ করা যাচ্ছে না।