সীমানা
বিরোধকে কেন্দ্র করে
প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন নিহত, আহত ৬।
আবদুল মোতালেব:-
স্টাফ রিপোর্টার,
নোয়াখালী সেনবাগ উপজেলার ৮ নং ইউনিয়ন ৯নং ওয়ার্ডে দক্ষিণ বালিয়াকান্দি
গ্রামের কবির মাস্টারের বাড়িতে ২৭/০২/২৪ইং সকাল ৭-৩০ মিনিটের সময়
জায়গা-জমিনের বিরোধের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। উক্ত সংঘর্ষে
প্রতিপক্ষের এলোপাতায়ী লাঠির আঘাতে খোরশেদ আলম (৬০)নামে এক বৃদ্ধ নিহত হন।
খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন,উক্ত
হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সেনবাগ
থানার পুলিশ।
নিহত খোরশেদ আলমের মৃতদেহ পোস্ট মডেম রিপোর্টের জন্য
নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন থেকে খোরশেদ আলমের পরিবারের সাথে তাদের
বাড়ীর শহিদুল্লাহ গং দের সাথে জায়গা সম্পত্তির সীমানা নিয়ে বিরোধ
বেধেছিল ঐ বিরোধকে কেন্দ্র করে ২৬/২/২৪ইং রাতের অন্ধকারে শহীদুল্লাহর
পরিবারের টয়লেটের ময়লা আবর্জনা ও পানি খোরশেদ আলমের ঘরের পাশে ফেলেছে,
সকালে ঘুম থেকে উঠার পর সকাল ৭-৩০ মিনিটের সময় খোরশেদ আলমের পরিবারের
লোকজন শহীদুল্লাহর পরিবারকে ময়লা আবর্জনার ফেলার কথা জিজ্ঞেস করলে উভয়
পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে শহীদুল্লাহ
(৬৫),অলি উল্লাহ শিমুল (৩০)ও ফোরকানের নেছা(৩৩)সহ পরিবারের লোকজন লাঠি সোটা
দিয়ে এলোপাতায় পিটিয়ে আঘাত করে খোরশেদ আলম (৬০)কে হত্যা করে। এ ব্যাপারে
সেনবাগ থানায় মামলা রুজু করার প্রস্তুতি নিচ্ছে নিহত খোরশেদ আলমের
পরিবার।
সেনবাগ থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম
উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং দোষীদের গ্রেফতারের জন্য অভিযান
অব্যাহত থাকবে।