তারাগঞ্জে গরু চুরির সময় এলাকাবাসীর হাতে চোর আটক
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে দিনে দুপুরে অভিনব পদ্ধতিতে গরুর চুরির সময় এক চোরকে আটক করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরাপুর বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। চোর মাজেদুল ইসলামকে চোরাই গরুসহ আটক করা পুলিশে দেওয়া হয়েছে। মাজেদুল ইসলামের বাড়ি বদরগঞ্জের কাজীরহাট নওয়াপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘনিরামপুর বড়গোলা এলাকার বৃদ্ধ সুকু চৌধুরী বাড়ির অদূরে চলে যাওয়া রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর নিচে পোষা লাল রঙের ৮০ হাজার টাকা মূল্যের গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থেকে খাস খাওয়ানোর পর জুম্মার নামাজের জন্য বেলা ১টার দিকে সেতুর নিচে গরু বেঁধে রেখে মসজিদের দিকে রওনা হন। এই সুযোগে ওতপেতে থাকা চোর মাজেদুল ইসলাম সেখান থেকে গরু নিয়ে মহাসড়ক দিয়ে তারাগঞ্জ হাটের উদ্দেশ্যে রওনা দেন। সুকুর গরু অপরিচিত লোক নিয়ে যাওয়া সন্দেহ হয় প্রতিবেশি শাহেরা খাতুনের। তিনি তাৎক্ষণিক বিষয়টি আশেপাশের লোকজনকে জানালে বেলতলী এলাকায় গরুসহ মাজেদুল ইসলামকে আটক করা হয়। এরপর বেলা তিনটার দিকে তাকে থানা হাজতে নিয়ে যায়।
গরুর মালিক সুকু চৌধুরী (৬০) বলেন, বাবা, আইজ মোর বড় সর্বনাশ হইল হয়। আল্লাহ বাঁচাইছে। শাহেরা না দেখলে গরুটা এতক্ষোণ চোর নিয়া বেঁচে দেইল হয়। এতো দিন শুনছি রাইতোত গরু চুরি হয়। এই চোর তো দেখি দিনোতেও চুরি করে। এর ভয়ডর কিছু নাই। এই চোরের কঠিন শান্তি দেউক মুই এইটা শাস্তি চাও।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান শিক্ষাতথ্য টেলিভিশনকে জানান, এলাকাবাসী গরুসহ চোরকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে চোরাই গরুসহ চোর মাজেদুল ইসলামকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।