গান্ধী কি মুসলিম ছিলেন
গান্ধী কি মুসলিম ছিলেন
জহরলাল নেহরু তার একমাত্র মেয়ে ইন্দিরাকে উচ্চশিক্ষা লাভ করতে অক্সফোর্ডে পাঠান। সে সময় ভারত থেকে আরেকজন যুবক অক্সফোর্ডে পড়ালেখা করছিলেন। যার নাম ফিরোজ জাহাঙ্গীর গান্ধী।
ফিরোজ গান্ধীকে ফিরোজ নামের কারণে অনেকে মুসলিম বলে মনে করেন।
আবার গান্ধী নামের কারণে অনেকে বলেন তিনি ছিলেন হিন্দু। আসলে তিনি হিন্দু-মুসলিম কোনটাই ছিলেন না। ছিলেন পারসি বা পার্সি ধর্মাবলম্বী।
উল্লেখ্য, এই গান্ধী আসলে ভারতের ‘Gandhi’ নয়। এটি পার্সিয়ান বা পার্সি ধর্মাবলম্বীদের পদবী ‘Ghandy’। কিন্তু ভারতে গান্ধীই উচ্চারণ করা হতো। ফিরোজ জাহাঙ্গীর গান্ধী বা সকলের কাছে ফিরোজ গান্ধী নামে পরিচিত ব্যক্তির পুর্বপুরুষরা পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। এদের ধর্মের নাম জরাথুস্ত্রবাদ বা পারসী ধর্ম।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category