জয়পুরহাট ক্ষেতলালে এক পরিবারের দুই সন্তানই প্রতিবন্ধী; অসহায় পরিবার
আঃ রাজ্জাক জয়পুরহাটঃ ২৫/২৩/
পরিবারের আলোর মুখ দেখতে তিনি তিনটি সন্তান নেন বড় সন্তান মেয়ে বিয়ে দিয়েছেন৷ মেঝো সন্তান টুরু মিয়া (২৮) এবং ছোট সন্তান সুইটি (১৮) বাবা আঃ সামাদ তিনি নিজেও সারিরিক প্রতিবন্ধি৷ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি গ্রামের হত দরিদ্র দিনমজুর আঃ সামাদ আলীর ঘরে একে একে দুটি সন্তানই প্রতিবন্ধী হিসেবে জন্ম গ্রহণ করেন।
দুই প্রতিবন্ধী সন্তানের জননী হামিদা বেগম(৫৫) বলেন, আমার তিনটি সন্তান জন্মগত প্রতিবন্ধী আমি এক অভাগিনী বিয়ের পর প্রথম সন্তান জন্ম গ্রহণ করে মেয়ে কিন্তু জন্মের পরে দেখা যায় শারীরিক প্রতিবন্ধী এভাবে তিনটি সন্তান জন্ম গ্রহণ করে প্রতিবন্ধী হিসেবে। তারপর আমরা স্বামীও বর্তমান খুব অসুস্থ আমি একায় তিনজনের বোঝা টানতে গিয়ে আমিও অসু্স্থ হয়েছি চিন্তা করছি কি হবে আমাদের সংসারে। (১৪বছর)আগে আমামাদের বড় মেয়েকে বিয়ে দিয়েছি৷ অসুস্থ স্বামী আর প্রতিবন্ধি সন্তানদের নিয়ে এভাবেই চলছে আমাদের দুঃখের সংসার আমি চিন্তা করছি আমরা তো বৃদ্ধ হতে চলছি আমরা মারা গেলে পরবর্তীতে কি হবে আমার এই দুই সন্তানের।
গত ২৪ জানুয়ারী সুন্ধ্যায় সরজনিনে গিয়ে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা সম্পর্কে তাদের বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এক এক করে তিনটি সন্তান নিলাম কিন্তু ভাগ্য আমার এতো খারাপ তিনটি সন্তানই জন্মগত ভাবে প্রতিবন্ধী হিসেবে জন্ম গ্রহণ করে। সরকারি সুবিধা বিষয় তিনি বলেন, দুইজনই প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিন্তু সেই অর্থ দিয়ে তাদের চিকিৎসাই হচ্ছে না । আমি এই দুটি সন্তান নিয়ে খুব অসহায়৷ আমি সরকার ও দেশ বাসির কাছে অনুরোধ করছি আমার দুটি সন্তানের জন্য বিশেষ কোন সুযোগ সুবিধা দেওয়ার জন্য।
মামুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান সামীম বলেন, আঃ সামাদের দুটি সন্তানই প্রতিবন্ধী এটা আসলেই খুব দুঃখজনক।
তবে দুটি সন্তান প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিন্তু তাদের পরিবারে সেই টাকা দিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই এলাকার বৃত্তবান ও সরকারি ভাবে আরও কিছু সুবিধা পেলে আঃ সামাদের পরিবারটা হয়তো একটু সচ্ছল ভাবে চলতে পারবে।
পরোপকার মানে মানবজাতির কল্যাণে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এগিয়ে আসা, সহমর্মী হওয়া। শুধু নিজের সুখের জন্য নয় বরং অন্যের মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করা। এ সবই হচ্ছে সাহায্য বা পরোপকার। এই পরোপকারই মানবজাতির শ্রেষ্ঠত্বের অলঙ্কার। হতদরিদ্র অসহায় পরিবারে সাহায্যের হাত বারিয়ে দিন এই পরিবারটির সাথে যোগা যোগের টিকানা (০১৭৬১৫৩৬২৬৫)
জয়পুরহাট জেলা সমাজ সেবা উপপরিচালক মোঃ ইমাম হাসিম জানান ওই পরিবারের দুজন প্রতিবন্ধী ভাতার আওতায় আছে এছারা যদি অন্য কোনো সুযোগ সুবিধা আসে আমরা পরিবারটির জন্য চেষ্টা করবো৷