মাগুরায় তথ্য অধিকার আইন ও জনগণের মাঝে সঞ্চয়পত্র সম্পর্কিত উদ্বুদ্ধকরণ ও মত বিনিময় সভা
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জনগণের মাঝে সঞ্চয়পত্র সম্পর্কিত উদ্বুদ্ধকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৮ আগস্ট বেলা ১০ টার সময়
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের খুলনা বিভাগের আওতাধীন, ১০১ মল্লিক ভবন, সৈয়দ আতর আলী সড়ক, পুরাতন বাজার মাগুরা, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, মাগুরা এর আয়োজনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনা বৃদ্ধিকরণ ও জনগনকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সঞ্চয়পত্র মত বিনিময় সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনা মো. রেজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন, সঞ্চয় অফিসার, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, মাগুরা মো. ওয়াহিদুজ্জামান। সঞ্চয়পত্র মত বিনিময় সেমিনার ও সভায় আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট খান সাঈদুর রহমান, মিহির কান্তি প্রামানিক সহযোগী অধ্যাপক সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা, মোস্তাইম বিল্লাহ অবসর সোনালী ব্যাংক কর্মকর্তা, সিদ্দিকুর রহমান অবসর কৃষি ব্যাংক কর্মকর্তা,সৈয়দ বরকত আলী অবসর সেনা কর্মকর্তা, ডা. সুকান্ত কুমার সরকার সহ প্রমূখ সমাজের বিভিন্ন শ্রেণির ও পেশার ব্যক্তিগণ। সঞ্চয়পত্র মত বিনিময় সেমিনারে ১০০ শত জন প্রশিক্ষণার্থী সদস্য অংশ গ্রহণ করেন।